বিদ্যুৎ না থাকায় কুমিল্লা সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের চৌয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট গ্রহণ প্রায় বন্ধ রয়েছে। মেঘাচ্ছন্ন পরিবেশের কারণে ভোটকক্ষের ভেতরে আলো কম। বিদ্যুৎ না থাকায় ভোটারের পরিচয় যাচাই, ইভিএমে প্রতীক চিহ্নিত করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। বিশেষ করে বয়স্ক ভোটারদের সমস্যায় পরতে হচ্ছে।
চৌয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মূল ভবনে ভোট কেন্দ্র। এই ভবনে বিদ্যুৎ সংযোগ নেই। এর ঠিক পাশেই মাদ্রাসার মৌলভি কলিমুদ্দিন খন্দকার প্রশাসনিক ভবন। প্রিসাইডিং কর্মকর্তার কার্যালয় এই ভবনে। ভোটকেন্দ্রের পাশের এই ভবনে বিদ্যুৎ সংযোগ রয়েছে।
এ সম্পর্কিত আরও পড়ুন:
এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আবুল হাসান অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, পাশাপাশি দুই ভবন। কিন্তু ভোটকেন্দ্রে বিদ্যুৎ নেই। এই ওয়ার্ডের আরেক কাউন্সিলর প্রার্থী সাইফুল হক চৌধুরী এই মাদ্রাসার শিক্ষক। বিদ্যুৎ-সংযোগ নিয়ে সমস্যা করছে।
ওয়ার্ডের আরেক কাউন্সিলর প্রার্থী সাইফুল হক চৌধুরী এই মাদ্রাসার শিক্ষক। তিনি প্রথম আলোকে বলেন, ‘আবুল হাসানের অভিযোগ সত্য নয়। আমি কেন্দ্রের আশপাশেও নেই।’ এই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী পাঁচজন।
ইভিএমে বিদ্যুৎ-সংযোগ ছাড়াও ভোট নেওয়া যায়। কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশের কারণে ভোটকক্ষ অন্ধকার। ভোট শুরুর পর প্রথম ঘণ্টায় এই কেন্দ্রে ভোট পড়ে ২৩১টি। ৯টা ১০ মিনিটে বিদ্যুৎ চলে যায়। এর পর থেকে ভোট নেওয়া প্রায় বন্ধ রয়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২৮ জন।
এই কেন্দ্রে সকাল আটটায় ভোট দিতে আসেন ৬৫ বছর বয়সী লুৎফা বেগম। সকাল ১০টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তিনি ভোট দিতে পারেননি। অসুস্থ বোধ করায় ভোট না দিয়েই চলে যান। লুৎফা প্রথম আলোকে বলেন, ‘এতক্ষণ দাঁড়ায় ভোট দিতে পারলাম না। বিশৃঙ্খল অবস্থা চলছে।’
২০১৭ সালে অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচনে গোলযোগের কারণে এই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছিল। এটি কুমিল্লা সিটি করপোরেশনের সর্বশেষ ওয়ার্ড। এই ওয়ার্ডের পরই গোলিয়ারা ইউনিয়ন। ইউনিয়নের পরে ভারতের সীমানা শুরু।
চৌয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিসাইডিং কর্মকর্তা মমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ-সংযোগ বন্ধ থাকায় ভোট গ্রহণের গতি ধীর হয়ে গেছে। মাদ্রাসা কর্তৃপক্ষকে বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে জানানো হলেও সাড়া পাওয়া যায়নি। এখন লাইন সচল করতে নিজেদেরই উদ্যোগ নিতে হয়েছে।
এ সম্পর্কিত আরও পড়ুন:
আজ বুধবার সকাল থেকে কুমিল্লা সিটি করপোরেশনের ভোট গ্রহণ চলছে। এটি সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন। ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি বুথে ভোট হচ্ছে ইভিএমে। কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ ভোটার। এবারের নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী। ২০১৭ সালের ৩০ মার্চ সর্বশেষ কুমিল্লা সিটি নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন মনিরুল ইসলাম (সাক্কু)।