আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ঐক্যফ্রন্টের নেতারাই এখন শঙ্কিত যে কখন তাঁদের ঐক্য ভেঙে যায়, কে দল থেকে বের হয়ে যান। সুতরাং এই ঐক্য নিয়ে আওয়ামী লীগের কোনো মাথাব্যথা নেই। জনগণও ঐক্য নিয়ে ভাবছে না।
আজ শনিবার দুপুরে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ঐক্যের মধ্যে বিএনপি ও জামায়াতের সাংগঠনিক অবস্থান আছে। বাকিদের কোনো জেলায় বা কেন্দ্রে সাংগঠনিক অবস্থান নেই।
হানিফ বলেন, বিএনপি-জামায়াত গত ১০ বছরে যেখানে আন্দোলন-সংগ্রাম করে সরকারকে বিব্রত করতে ব্যর্থ হয়েছে, সেখানে জনবিচ্ছিন্ন কয়েকজন ব্যক্তিকে নিয়ে আন্দোলন করে সরকারকে বিব্রত করতে পারবে না। বিএনপি সেটা নিজেরাও জানে।
এ সময় সেখানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।