শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে নাগরিক ঐক্য ‘গণতন্ত্র পদযাত্রা’ শীর্ষক কর্মসূচির আয়োজন করে
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে নাগরিক ঐক্য ‘গণতন্ত্র পদযাত্রা’ শীর্ষক কর্মসূচির আয়োজন করে

এ সরকারকে না বলতে হবে: মান্না

শহীদ নূর হোসেন মারা যাওয়ার পরও দেশে স্বৈরতন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘এখনকার স্বৈরতন্ত্রে নির্যাতনে মানুষ জীবন দিচ্ছে একের পর এক। এই সরকার দিনের ভোট রাতে ডাকাতি করে ক্ষমতায় আছে। এই সরকার আমাদের নয়। এরা ভোটে আসেনি।’

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক পদযাত্রায় মাহমুদুর রহমান এসব কথা বলেন। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে নাগরিক ঐক্য ‘গণতন্ত্র পদযাত্রা’ শীর্ষক কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে মাহমুদুর রহমান বলেন, ‘এই সরকারের বিরুদ্ধে গণতন্ত্র উদ্ধারে আন্দোলন করব আমরা। এই সরকারকে উৎখাত করতে নূর হোসেন আমাদের অনেক বড় সাহসের বাতিঘর।’

তিনি বলেন, ‘শহীদ নূর হোসেন মারা যাওয়ার ৩৩ বছর পার হয়েছে। আমাদের জন্য দুর্ভাগ্য, ৩৩ বছর পরও আজ দেশে স্বৈরতন্ত্র বসে আছে। ওই স্বৈরতন্ত্রের আমলে গুম-খুন হয়নি, মিছিলের ওপর ট্রাক তুলে দেওয়া হয়েছিল। আর এই স্বৈরতন্ত্র মানুষকে কথা বলতে দেয় না, মা-বোনের ইজ্জত লুট করে যার বিচার হয় না, লুটপাটের তাণ্ডব চলে, বিচার হয় না। জিনিসপত্রের দাম বেড়ে যায়, কোনো ব্যবস্থা নেওয়া হয় না।’

ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান বলেন, ‘এই সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিরোধ গড়তে না পারলে প্রতিবাদ করতে হবে, সেটিও না পারলে সমালোচনা করতে হবে। কোনোটিই যদি পারা না যায়, তাহলে মনে মনে ঘৃণা করতে হবে। এ সরকারকে না বলতে হবে। না মানে না, এটা কোনোভাবেই হ্যাঁ হবে না।’

এই স্বৈরতন্ত্রের সরকারের সঙ্গে কোনো আপস চলবে না মন্তব্য করে মান্না বলেন, ‘সারা যুক্তরাষ্ট্রের মানুষ দেখিয়েছে গণতন্ত্র কাকে বলে। আর আমাদের দেশের সরকার দেখাচ্ছে স্বৈরতন্ত্র কাকে বলে। আমাদের শপথ নিতে হবে, এই সরকারকে দেখিয়ে দেব, গণতন্ত্র কাকে বলে।’

সমাবেশ শেষে একটি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি প্রেসক্লাবের সামনে থেকে গুলিস্তানের শহীদ নূর হোসেন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে নাগরিক ঐক্যের নেতা–কর্মীরা নূর হোসেনের প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।