বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়ে আসা বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টিকে (এনডিপি) নিয়ে যুক্তফ্রন্টে দলের অংশগ্রহণ বাড়াতে যাচ্ছে বিকল্প ধারা বাংলাদেশ। আজ বৃহস্পতিবার এই দুটি দলের সঙ্গে যুক্তফ্রন্টের আহ্বায়ক ও বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর (বি চৌধুরী) সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
আজ বিকেল সাড়ে চারটায় বি চৌধুরীর বারিধারার বাসায় ন্যাপ ও এনডিপির নেতারা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সন্ধ্যা পৌনে ছয়টায় সাংবাদিকদের ব্রিফ করেন বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী।
মাহী বি চৌধুরী সাংবাদিকদের বলেন, আগামী রোববার এই তিন দলের ওয়ার্কিং কমিটি নিয়ে বৈঠক হবে। সেখানে আলাপ আলোচনার মধ্য দিয়ে যুক্তফ্রন্টকে সম্প্রসারণের চেষ্টা করা হবে। তিনি বলেন, ‘জিয়াউর রহমান যে জাতীয়তাবাদের কথা বলেছেন, তার ভিত্তিতে আমরা আলোচনা করতে চাই। আরও কয়েকটি রাজনৈতিক দল আগ্রহ প্রকাশ করেছেন। প্রথমে আমরা ন্যাপ ও এনডিপির সঙ্গে আলোচনা করব।’
ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি বলেন, ‘আমরা একই ঘরানার রাজনীতি থেকে যেহেতু এসেছি। অনেক জায়গাতেই আমাদের মনের মিল রয়েছে। গণতান্ত্রিক পদ্ধতি চর্চার মাধ্যমে ঐক্য গড়ার প্রস্তাব করেন মাহী বি চৌধুরী। আমরা রাজি হয়েছি এ আলোচনায় অংশ নিতে। আগামী দিনে হয়তোবা একসঙ্গে আমরা পথও চলতে পারি।’
এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মুর্তজা বলেন, তাঁরা জাতীয়তাবাদী শক্তির সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন। জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তির সঙ্গে একটি আলোচনার প্রক্রিয়া আজকের এই সৌজন্য সাক্ষাৎ।
গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ন্যাপ ও এনডিপি ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেয়। অন্যদিকে দীর্ঘদিন আলোচনা-বৈঠক করে শেষ পর্যন্ত বিকল্প ধারাকে ছাড়াই গত ১৩ অক্টোবর বিএনপি, গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও নাগরিক ঐক্য মিলে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়।