পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমান সরকার বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় উপযুক্ত নানা পদক্ষেপ নিয়েছে। এর ফলে বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশে এই রোগের সংক্রমণ ও মৃত্যুর হার দুটোই কম। আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তের ফলে বিশ্বমন্দা কাটিয়ে বাংলাদেশ সফলভাবে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।
অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাইয়ুম সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক রেজাউল করিমের পরিচালনায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জেলা পরিষদের সদস্য মাহাতাবুল হাসান, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সফিকুল হক, পাটলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল হক, মীরপুর ইউপির চেয়ারম্যান মাহবুবুল হক প্রমুখ।
এর আগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এক উন্নয়ন সভায় যোগদান করেন। এতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান সভাপতিত্ব করেন। পরে মন্ত্রী বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ ও গাছের চারা রোপণ করেন।