ইসলামী ঐক্যজোটের (একাংশ) চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী আর নেই। আজ সোমবার রাত সাড়ে ৮ টার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। দলটির যুগ্ম মহাসচিব আলতাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আলতাফ হোসেন জানান, আব্দুল লতিফ নেজামী তাঁর গোপীবাগের বাসায় ছিলেন। মাগরিবের নামাজের পর তাঁর স্ট্রোক হয়।
চিকিৎসার জন্য দ্রুত তাঁকে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রয়াত ফজলুল হক আমিনীর গড়া ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যানের পাশাপাশি নেজামে ইসলাম পার্টির সভাপতি ছিলেন আব্দুল লতিফ নেজামী। তাঁর গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুরের সৈয়দনগর।
বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের অন্যতম শরিক ছিল আব্দুল লতিফ নেজামীর দল। ২০১৬ সালে দলটি বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে যায়।
রাজনীতির পাশাপাশি আব্দুল লতিফ নেজমী দৈনিক সরকার নামে একটি পত্রিকা সম্পাদনাও করতেন।