আ.লীগের বিজয় উৎসব

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৭টি আসনে জয় পায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। এ নিয়ে টানা তৃতীয়বার সরকার গঠন করেছে দলটি। ভোটের ১৯ দিন পর শনিবার বিজয় উৎসব পালন করল আওয়ামী লীগ। সেই উৎসবে যোগ দিতেই শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যায় জনস্রোত। নেতা-কর্মীরাও উৎসাহ-উদ্দীপনায় সমাবেশে যোগ দিয়ে এ বিজয় উৎসব পালন করেন। বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মাধ্যমে শেষ হয় এই বিজয় উৎসব।

কর্মী-সমর্থকে ভরে উঠছে আওয়ামী লীগের বিজয় উৎসবস্থল সোহরাওয়ার্দী উদ্যান।
কর্মী-সমর্থকে ভরে উঠছে আওয়ামী লীগের বিজয় উৎসবস্থল সোহরাওয়ার্দী উদ্যান।
সমাবেশের প্রবেশমুখে অনেক কর্মী-সমর্থক নাচ-গানে সবাইকে মুখর করে রাখেন।
এমন নানা ধরনের নৌকা এসেছে আজকের উৎসবে।
ছোট-বড় মিছিল নিয়ে আসছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সদস্যরা।
বিজয় উৎসবে যোগ দিতে নৌকা প্রতীকের চুলের কাটিং দিয়ে ভৈরব থেকে এসেছেন মো. নূরুল ইসলাম। শাহবাগ এলাকা, ঢাকা, ১৯ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
স্লোগানমুখর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর মিছিল।
কর্মী-সমর্থকদের সঙ্গে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন অভিনেতা ও সাংসদ ফারুক।
রাজু ভাস্কর্য চত্বরে সমাবেশে প্রবেশকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের হাতাহাতি।
অন্যদিকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশ স্থলে মিছিল নিয়ে আসায় শাহবাগ এলাকায় সৃষ্টি হয় যানজটের।