৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৭টি আসনে জয় পায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। এ নিয়ে টানা তৃতীয়বার সরকার গঠন করেছে দলটি। ভোটের ১৯ দিন পর শনিবার বিজয় উৎসব পালন করল আওয়ামী লীগ। সেই উৎসবে যোগ দিতেই শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যায় জনস্রোত। নেতা-কর্মীরাও উৎসাহ-উদ্দীপনায় সমাবেশে যোগ দিয়ে এ বিজয় উৎসব পালন করেন। বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মাধ্যমে শেষ হয় এই বিজয় উৎসব।