নিজেকে প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠ সমালোচক হিসেবে দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা ও পৌর ছাত্র আন্দোলনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী তাঁর বক্তব্যে বলেন, ‘শেখ হাসিনার সঙ্গে আমার নানা বিষয়ে বিরোধ রয়েছে। আমি প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠ সমালোচক। কিন্তু শেখ হাসিনাকে কেউ যদি আঘাত করে, তবে আমিই সবার আগে ছুটে যাব। অন্যদিকে খালেদা জিয়াকে যদি কেউ অপমান করে, তবে আমিই প্রথম তার প্রতিবাদ করব।’
ছাত্রদের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘দলের জন্য খালেদা জিয়া যেমন তাঁর ছেলে তারেক রহমানকে রেখে যাবেন, শেখ হাসিনা যেমন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়কে রেখে যাবেন, তেমনি আমি আমার দলের জন্য ছেলেকে রেখে যাব না। আমার পর আমার দলের নেতৃত্ব দেবে দেশের কৃষক শ্রমিক ও মেহনতি মানুষের সন্তানেরা।’
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ছাত্ররাই ছাত্ররাজনীতি করবেন। কোনো বিবাহিত, অছাত্র ও মাদকাসক্তরা ছাত্র আন্দোলনে স্থান পাবে না।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রাজিব সরকারের সভাপতিত্বে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ সম্মেলনে বক্তব্য দেন।