গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির মাথায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের প্রতীকসংবলিত টুপি পাওয়ার বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। তদন্তে যা বেরিয়ে আসবে, সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এসব কথা বলেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। দেশে যেভাবে জঙ্গি দমন করা হচ্ছে, তা অনেক উন্নত দেশও করতে পারেনি।
কয়েক দিন আগে হাইকোর্ট এলাকায় বিএনপির নেতা–কর্মীদের সঙ্গ পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া এবং গাড়ি ভাঙচুরের ঘটনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যে সন্ত্রাস, ধ্বংসাত্মক ও ভাঙচুরের রাজনীতি করে, এ ঘটনা তা–ই প্রমাণ করে।