বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পৌর কাউন্সিলর একরাম হত্যার অডিও প্রমাণ করে, মাদকবিরোধী অভিযানে সরকারের ভিন্ন উদ্দেশ্য ছিল। তিনি আরও বলেন, ‘এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে কি না, এ নিয়ে আমাদের শঙ্কা ছিল। এই অডিও যদি সত্য হয়ে থাকে, তাহলে প্রমাণিত হয়, এই অভিযানের মধ্য দিয়ে সরকার জনগণের দৃষ্টিকে অন্যদিকে প্রবাহিত করতে চায়।’
রংপুর মেডিকেল কলেজ জাতীয়তাবাদী প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে মির্জা ফখরুল এ সব কথা বলেন। আজ শনিবার রাজধানীর ধানমন্ডির ফখরুদ্দীন কনভেনশন সেন্টারে এর আয়োজন হয়।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা মাদকবিরোধী অভিযানকে প্রথমেই প্রশ্নবিদ্ধ করেছি। বলেছিলাম, এই অভিযান চালানো হয়েছে সম্পূর্ণভাবে একটি ভিন্ন উদ্দেশ্যে, একটি ভিন্ন কারণে।’ তিনি আরও বলেন, ‘একটা স্বাধীন মুক্ত দেশে পাখির মতো মানুষকে গুলি করে মারা হচ্ছে, তার কোনো বিচার হবে না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড—এই কোনো দেশে বাস করছি আমরা!’
নেতা-কর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘এগুলোকে প্রতিরোধ করে আমাদের দাঁড়াতে হবে। আমাদের পথে নামতে হবে, পথেই এদের পরাজিত করতে হবে।’
মির্জা ফখরুলের অভিযোগ, গণতন্ত্রকে বর্তমান সরকার পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। দেশে সুশাসন বলতে কিছু নেই। সে কারণে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। চালের দাম যেভাবে বেড়েছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, যেটা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।
আয়োজক সংগঠনের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে ও আবুল কানানের পরিচালনায় ইফতার অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক, সহসভাপতি অধ্যাপক ফরহাদ হালিম, কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাক রহিম, চিকিৎসক এ কে এম মোজাম্মেল হক, এ টি এম ফরিদউদ্দিন, ফরহাদ হাসান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।