ঝরনা দেখে ফেরা হলো না তাঁদের

চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝরনা দেখে মাইক্রোবাসে করে ফিরছিলেন তাঁরা। মাইক্রোবাসটি উপজেলার বড়তাকিয়া রেলস্টেশনের কাছে পৌঁছালে ট্রেনের ধাক্কা লাগে। মাইক্রোবাসটিকে প্রায় এক কিলোমিটার ঠেলে নিয়ে যায় চলন্ত ট্রেন। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা ১১ আরোহী নিহত হন। গুরুতর আহত হন আরও পাঁচজন। হতাহত ব্যক্তিরা সবাই মাইক্রোবাসের যাত্রী। তাঁরা ‘আরএনজে কোচিং সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষক। হতাহত ব্যক্তিদের মধ্যে মাইক্রোবাসের চালকও আছেন।

মিরসরাইয়ের বড়তাকিয়া রেলক্রসিং। এখানেই ঘটে দুর্ঘটনাটি
মিরসরাইয়ের বড়তাকিয়া রেলক্রসিং। এখানেই ঘটে দুর্ঘটনাটি
ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেন মাইক্রোবাসটিকে ঠেলে নিয়ে যায় প্রায় এক কিলোমিটার
দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস পড়ে আছে রেললাইনে
হতাহত ব্যক্তিদের উদ্ধারে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের কর্মীরা
মরদেহগুলো সারি করে দুর্ঘটনাস্থলের পাশে রাখা হয়েছে
দুর্ঘটনাস্থলে মরদেহ ঘিরে মানুষের ভিড়
মরদেহগুলো উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে
দুর্ঘটনাস্থলে রেললাইনের পাশে পড়ে আছে জুতা
মাইক্রোবাসে বসার আসন পড়ে আছে কাছেই
রেললাইনের পাশের জমিতে পড়ে আছে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার
পড়ে আছে মাইক্রোবাসের অংশবিশেষ