লালদিঘী ময়দানে বৈশাখী মেলা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘী ময়দানে বৈশাখী মেলার ১১৫তম আসর শুরু হয়েছে। লালদীঘির পেট্রলপাম্প, জেলা পরিষদ মার্কেট চত্বর, সিনেমা প্যালেস থেকে হাজারী গলির মুখ পর্যন্ত মাটির তৈজসপত্র, শোপিস, ফুলদানি, হাতি-ঘোড়া, মাটির ব্যাংকের বড় বড় স্তূপ। জমজমাট বেচাকেনা চলছে। হৃদয়কাড়া মৃৎশিল্প, কুটিরশিল্প, গ্রামীণ নানা পণ্যসামগ্রী দেখেই সেসব কিনতে ভিড় করছেন ক্রেতারা। কাচ, পাট, সুতা, বাঁশ, বেত, কচুরিপানা, কাঠসহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি আকর্ষণীয় সব বাতি, শোপিস, আয়না, খেলনার দোকানগুলোতে  তরুণ-তরুণীদের ভিড়।

লালদিঘী মাঠের আশপাশজুড়ে বসেছে মেলা।
মাটির পণ্য কিনে নিয়ে যাচ্ছেন এক ক্রেতা।
মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে।
মেলায় মাটির তৈজসপত্র দেখছেন ক্রেতারা।
পুঁতির মালা দেখছেন তরুণীরা।
মেলায় বসেছে শীতলপাটির স্টলও।
সন্তানের জন্য বাঁশি নিচ্ছেন এই ব্যক্তি।
মিষ্টির দোকানে লাড্ডু তৈরি করছেন কারিগরেরা।
বিক্রি করা হচ্ছে রঙিন বেলুন।
স্টিলের পণ্যের পসরা।
গরমের কারণে মাথায় মাথাল পরে বসেছেন এক বিক্রেতা।
বিভিন্ন ধরনের বাঁশিও উঠেছে মেলায়।