মেঘনার তীরে শত বছরের শুঁটকি উৎপাদন

মেঘনার তীরবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরে শত বছর ধরে ৭ থেকে ৮ ফুট উচ্চতায় বাঁশের মাচায় (স্থানীয় নাম ডাঙ্গি) চলছে শুঁটকির উৎপাদন। সারা দেশে এখানকার শুঁটকির চাহিদা ও জনপ্রিয়তা অনেক। বিভিন্ন জেলায় সরবরাহ করা ছাড়াও প্রতিবেশী ভারতসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এ শুঁটকি। এখান থেকে প্রতিবছর ১৫০ থেকে ২০০ কোটি টাকার শুঁটকি বিক্রি হয় বলে জানা গেছে। তবে চলতি বছর ১০০ কোটি টাকার শুঁটকি বিক্রি হতে পারে বলে জানান ব্যবসায়ীরা।

শুঁটকি শুকাচ্ছেন একজন শ্রমিক।
খোলা জায়গায় বিছানো হয়েছে শুঁটকি।
শুঁটকি তুলছেন নারীরা।
শুঁটকি তুলছেন একজন শ্রমিক।
চলছে বাছাই করার কাজ।
বাছাই করা শুঁটকি ভরা হচ্ছে ঝুড়িতে।
আলাদা করা হচ্ছে ছোট-বড় শুঁটকি।
রোদে শুকানোর জন্য সারি সারি শুঁটকি বিছানো হয়েছে।