চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকায় গতকাল শনিবার বিস্ফোরণের ঘটনা ঘটে। লন্ডভন্ড অক্সিজেন কারখানায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছড়িয়ে–ছিটিয়ে আছে সিলিন্ডার ও বিভিন্ন স্থাপনার অংশবিশেষ। আশপাশের বাড়িঘরে ছিটকে পড়েছে বিস্ফোরণে ধ্বংস হওয়া বিভিন্ন বস্তু।