যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৫১তম বার্ষিক ইডিটারড কুকুরের দৌড় অনুষ্ঠিত হয়ে গেল। ৪ মার্চ শুরু হয় এ প্রতিযোগিতা। গতকাল ১৪ মার্চ শেষ হয়।
প্রথম আলো ডেস্ক
ইডিটারড কুকুরের দৌড় বিজয়ী রায়ান রেডিংটন। তাঁর দাদা জো রেডিংটন সিনিয়র ইডিটারড ট্রেইল স্লেজ ডগ রেসের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। রায়ানের সঙ্গে তাঁর কুকুর গোস্ট ও সোভেন। নোমে, আলাস্কা
বিজ্ঞাপন
প্রতিযোগিতার প্রথম দিনে ভক্তদের উদ্দেশে হাই-ফাইভ করেন কুকুর-স্লেজ ক্যাপ্টেন রিলি ডাইচ। অ্যাংকারিজ, আলাস্কা
বিজ্ঞাপন
প্রতিযোগিতায় বর্তমান চ্যাম্পিয়ন ব্রেন্ট সাস। পরে তাঁর কুকুরের স্বাস্থ্যগত সমস্যার কারণে গত সপ্তাহে তিনি প্রতিযোগিতা থেকে সরে আসেনরায়ান রেডিংটনের দাদা শুধু এ প্রতিযোগিতার প্রতিষ্ঠাতা ছিলেন না, তাঁর বাবা রেমি রেডিংটনও ১০ বার এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেনজলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে আলাস্কায়ও। এ বছর তুলনামূলক উষ্ণতা বেশি থাকায় এবারের প্রতিযোগিতা ছিল একটু জটিলআলাস্কা উপসাগরে শুরু হয়ে বেরিং প্রণালি পর্যন্ত এ প্রতিযোগিতা শেষ হতে ৯ থেকে ১০ দিন লাগেপ্রতিযোগিতায় অংশগ্রহণকারী আলাস্কার বাসিন্দাদের একজন মুশার রিচি ডাইহেলকুকুরের এই দৌড় প্রতিযোগিতায় দুটি পর্বতশ্রেণি ও ইউকন নদী অতিক্রম করে শেষ লাইনে পৌঁছাতে হয়খেলাধুলার পথ হয়ে ওঠার অনেক আগেই আলাস্কার বাসিন্দারা চলাচলের জন্য এই পথ ব্যবহার করতেন। আথাবাস্কান গ্রাম, আলাস্কা