নতুন রূপে রোবটমানবী সোফিয়া

সোফিয়া প্রথম রোবট, যে একটি দেশের নাগরিক। মানুষের মতো দেখতে, মানুষের মতো অনুভূতিপরায়ণ সোফিয়া রোবটবিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার উল্লেখযোগ্য এক সৃষ্টি। পৃথিবীজুড়ে পরিচিত এই সোফিয়া। ডেভিড হ্যানসন সোফিয়া রোবটের স্রষ্টা। ডেভিড হ্যানসনের হংকংভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবোটিকস সোফিয়াকে তৈরি করে। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সোফিয়াকে প্রথম মানুষের সামনে দেখানো হয়। ২০১৭ সালের অক্টোবরে সৌদি আরব এ রোবটমানবীকে নাগরিকত্ব দেয়। ২০১৭ সালের ৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ প্রদর্শনীতেও যোগ দেয় সোফিয়া। এখন সোফিয়ার নতুন সংস্করণ তৈরির কাজ চলছে হংকংয়ে হ্যানসন রোবোটিকসে। ১০ মে নতুন সংস্করণের সোফিয়ার নির্মাণপ্রক্রিয়ার নানা ছবি তুলেছে বার্তা সংস্থা এএফপি।

নতুন রূপে তৈরি হচ্ছে সোফিয়া
কৃত্রিম ত্বকে বিভিন্ন অভিব্যক্তির ছাপ ফেলতে পারে সোফিয়া
নতুন রূপেও সোফিয়ার মাথায় চুল থাকবে না, বরং মাথায় বসানো যন্ত্রপাতি দেখা যাবে। এর কারণ হলো, সোফিয়া যে সত্যিকারের মানুষ নয়, তা বোঝানো
সোফিয়ার যান্ত্রিক কঙ্কালের নড়াচড়ার পরীক্ষা চলছে। সোফিয়াকে চালানোর যে সফটওয়্যার, সেটির প্রোগ্রামিং সংকেতের (সোর্সকোড) ৭০ শতাংশই উন্মুক্ত
সোফিয়ার মুখমণ্ডলের কৃত্রিম ত্বক
যান্ত্রিক কঙ্কালে কৃত্রিম ত্বক বসিয়ে সোফিয়ার চেহারা ফুটিয়ে তোলা হচ্ছে
মানুষের মতোই দাঁত রোবট সোফিয়ার
স্টুডিওতে নতুন সোফিয়া
ডেভিড হ্যানসন হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অড্রে হেপবার্নের আদলে তৈরি করেছেন রোবট সোফিয়াকে। নতুন সংস্করণেও সেই আদল রয়েছে।