প্রথম আলোর ২৪ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজন করা হয় ‘সুধী সমাবেশ’। এই সমাবেশে উপস্থিত ছিলেন রাজনীতিক, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, সংস্কৃতিকর্মী, তরুণ উদ্যোক্তা, নারী উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। শিল্পী শ্রেয়সী রায়ের কণ্ঠে রবীন্দ্রসংগীত ও রাশেদ হাসানের আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।