ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল: ঢাকা পর্ব
ইস্পাহানি-প্রথম আলো দ্বিতীয় আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ২৪টি দল নিয়ে ঢাকার আঞ্চলিক পর্বের উদ্বোধন হয়েছে বুধবার। খেলা হচ্ছে সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছায়াঘেরা ক্যাম্পাসের মাঠে।
বেলুন উড়িয়ে উদ্বোধন করা হচ্ছে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ঢাকা পর্ব।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।
বিজ্ঞাপন
ঢাকা পর্বের প্রথম খেলায় মুখোমুখি হয় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বনাম প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মধ্যকার খেলার একটি মুহূর্ত।প্রতিপক্ষের জালে গোল দিচ্ছেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খেলোয়াড়।গোলের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের উল্লাস।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যকার খেলার একটি মুহূর্ত।অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বনাম ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যকার খেলার একটি মুহূর্ত।গোল করার পর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের উল্লাস।