করোনা মহামারি নিয়ে বেশ সতর্ক অস্ট্রেলিয়া। কঠোর কোয়ারেন্টিন নিয়ম মানছে তারা। যে কারণে স্বাগতিক দল হয়েও মুশফিকুর রহিম, লিটন দাসদের চাইলেই দলে ডাকতে পারছে না বাংলাদেশ। আজ প্রথম অনুশীলনের আগেও সেই কড়াকড়ি টের পাওয়া গেল মিরপুরে।
কড়া নিরাপত্তা নিশ্চিত করে তবেই অনুশীলনে নেমেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
আজ বোলিং অনুশীলন করেননি, শুধু গা গরম করেই ব্যস্ত ছিলেন মিচেল স্টার্ক।
জশ হ্যাজলউড (ডানে) বাংলাদেশের ব্যাটসম্যানদের বড় পরীক্ষা নেবেন।
সবকিছু ঠিকঠাক আছে কি না, দেখে নিচ্ছেন কোচ জাস্টিন ল্যাঙ্গার।
আগেই মিরপুরের উইকেট দেখে নিচ্ছেন অস্ট্রেলিয়ার কোচিং স্টাফরা।
আজ বোলিং অনুশীলন করা হয়নি অ্যান্ড্রু টাইয়েরও।
বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য চিন্তার কারণ এ দুজন।
আজ ব্যাটিং অনুশীলনই করেছে অস্ট্রেলিয়া। অনভিজ্ঞ ব্যাটিং লাইনআপে ম্যাথু ওয়েড ও অ্যালেক্স ক্যারিদের ওপরই সফরের ভাগ্য নির্ভর করছে অস্ট্রেলিয়ার।
ময়জেস হেনরিকেস ও অ্যালেক্স ক্যারিও দেখছিলেন উইকেট।