সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার থেকে শুরু হবে রোজা। রমজানের চাঁদ দেখা থেকে শুরু করে রোজা রাখার প্রস্তুতি সেরে ফেলেছেন মুসল্লিরা। এদিকে, রোজা উপলক্ষে শুধু ক্রেতা নয়, ব্যস্ততা বেড়েছে বিক্রেতাদেরও। দেশে দেশে পবিত্র রমজানকে স্বাগত জানানো ও রোজার প্রস্তুতির দৃশ্য উঠে এল ছবিতে।