তীব্র শীতেও কাজে ব্যস্ত খেটে খাওয়া মানুষেরা

রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় গত রোববার (১৫ জানুয়ারি) থেকে সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় দিনের শুরু ও শেষভাগে ঠান্ডা বেড়েছে। এ অবস্থায় কনকনে ঠান্ডার মধ্যেও বিভিন্ন কাজে ব্যস্ত খেটে খাওয়া মানুষেরা। গত দুই দিনে ছবিগুলো তোলা।

রোদের অপেক্ষায় এক কাপড়ে জবুথবু হয়ে বসে আছেন শীতে কাতর এক ছিন্নমূল নারী। রেলওয়ে টিকিট কাউন্টার, ঈশ্বরদী, পাবনা
ছবি: হাসান মাহমুদ
শীতের সকালে ফুলকপি তুলছেন চাষি নিরঞ্জন রায়। যাদবপুর, রংপুর
তীব্র শীতের সকালে মাছের আড়তে বরফের কাজ করছেন শ্রমিক ইয়াকুব আলী। মাছের আড়ত, কেন্দ্রীয় বাস টার্মিনাল, রংপুর
ফুটপাতে রাতে কম্বল জড়িয়ে ঘুমিয়েছেন দুজন। ঠান্ডা থেকে বাঁচতে কুকুরটিও জায়গা করে নিয়েছে সেখানে। বন্দরবাজার, সিলেট
ঘন কুয়াশায় আচ্ছন্ন শীতের কনকনে সকাল। কেশবপুর, বিরামপুর, দিনাজপুর
চারপাশে ঘন কুয়াশা। গোয়ালার বাড়ি থেকে দুধ নিয়ে ফিরছে শিশু। পিয়ারপুর, ঈশ্বরদী, পাবনা, ১৭ জানুয়ারি
কুয়াশামাখা শীতের সকালে গরম কাপড় মুড়িয়ে পথ চলেছেন তিন ব্যক্তি। টুকেরবাজার ব্রিজ, সিলেট
মাঠে কাজ করছেন একদল নারী শ্রমিক। আকচা গ্রাম, ঠাকুরগাঁও
হাড়কাঁপানো শীতের সকালে কাজে যাচ্ছেন এক ব্যক্তি। সরদারপাড়া, রংপুর
কাঁপুনি ধরা মাঘের শীতে পানি মাড়িয়ে বোরো ধানের চারা রোপণ করছেন চাষিরা। শুকানচকি, রংপুর
কাপড় বিক্রি করতে ঠান্ডার মধ্যে বাইসাইকেলে করে বের হয়েছেন এক ফেরিওয়ালা। মনোহর এলাকা, রংপুর
মেঘলা আকাশ ও ঘন কুয়াশায় দেখা মিলছে না সূর্যের। সকালে ঘন কুয়াশার মধ্যেই স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। গোফাপাড়া, সদর উপজেলা, পঞ্চগড়