ঘূর্ণিঝড় মোখার ঝড়ো বাতাসে টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দাদের বাড়িঘর, গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের পর সেখানে গিয়ে নিজেদের বসতঘর ঠিকঠাকের কাজে লেগে পড়েছেন বাসিন্দারা। আজ বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ছবিগুলো তোলা।
সাজিদ হোসেনশাহপরীর দ্বীপ থেকে
ভেঙে যাওয়া বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন এক নারী।
বিজ্ঞাপন
কাদাপানি পেরিয়ে এগিয়ে চলছেন তিনি।
বিজ্ঞাপন
সীমানাপ্রাচীরসহ ঘরের টিন পড়ে গেছে বাতাসে।ভেঙে যাওয়া ঘরে সংস্কারের কাজে নেমে পড়েছেন তাঁর মতো অনেকে।গাছ ও সীমানাপ্রাচীর ভেঙে গেছে বাড়িটির।ঝড়ে লন্ডভন্ড বাড়ি। এর মাঝে দাঁড়িয়ে এক নারী।ভাঙা বসতঘরে ফিরে এসেছেন কেউ কেউ।ঝড়ে উড়ে যাওয়া টিন ও পলিথিন ঠিকঠাক করছেন একজন।