সরস্বতী পূজার যত প্রস্তুতি

আগামী বৃহস্পতিবার বিদ্যাদেবী সরস্বতীর পূজা। পূজার দিন সরস্বতীর আরাধনা করবেন হিন্দুধর্মাবলম্বীরা। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব সরস্বতী পূজা। এ উপলক্ষে শেষ মুহূর্তে চলছে সরস্বতী প্রতিমা তৈরির কাজ। পূজার সব আয়োজন শেষের পথে। শেষ মুহূর্তে প্রতিমার গায়ে রংতুলির আঁচড় দিচ্ছেন প্রতিমাশিল্পীরা। সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকার বল্লভ নারায়ণ মৃৎশিল্পালয়ে তৈরি করা হয়েছে ছোট-বড় সাত শতাধিক সরস্বতী প্রতিমা।

নান্দনিক রূপে সাজানো হয়েছে সরস্বতী প্রতিমা
নান্দনিক রূপে সাজানো হয়েছে সরস্বতী প্রতিমা
থরে থরে রাখা সরস্বতী প্রতিমা
ভিন্ন ভিন্ন সাজে উপস্থাপন করা হয়েছে প্রতিমা
সরস্বতীর দেবীর বাহন হাঁস
সরস্বতী প্রতিমার মুখের সাজ
নান্দনিকভাবে তৈরি করা সরস্বতী প্রতিমা
বাসাবাড়িতে সরস্বতী পূজায় চাহিদা থাকে ছোট প্রতিমার
প্রতিমাশিল্পী দুলাল পাল। সহকর্মীদের নিয়ে তৈরি করছেন সাত শতাধিক প্রতিমা
চলছে ছোট প্রতিমা সাজানোর কাজ
প্রতিমা দেখতে এসেছে পাড়ার ছেলেরা
সরস্বতীর পা
ছোট প্রতিমায় পোশাক পরানো হচ্ছে