আদিবাসী দিবস উদ্‌যাপন

আজ মঙ্গলবার পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস। এবার এ দিবসের প্রতিপাদ্য ‘প্রথাগত জ্ঞান সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা’। রাজধানীতে প্রতিবছর দিবসটি উপলক্ষে বড় আয়োজন করে বাংলাদেশ আদিবাসী ফোরাম। তবে করোনার কারণে গত দুই বছর তাদের প্রকাশ্যে কোনো আয়োজন ছিল না। তবে এবার কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল বর্ণাঢ্য আয়োজন। দেশের নানা প্রান্ত থেকে ক্ষুদ্র জাতিসত্তার মানুষ জড়ো হয়েছিলেন সেই আয়োজনে। সেখানে ছিল আলোচনা, গান, নাচসহ নানা আয়োজন। প্রতিবাদী ভাষণে ক্ষুদ্র জাতিসত্তার বঞ্চণার কথা উঠে এসেছে। আবার গান–নাচের মাধ্যমেও উঠে এসেছে এসব জাতিসত্তার মানুষের সমৃদ্ধ সংস্কৃতির নানা দিক। শহীদ মিনারের এ আয়োজনের ছবি তুলেছেন সাজিদ হোসেন।

ঐতিহ্যবাহী পোশাকে ক্ষুদ্র জাতিসত্তার দুই কিশোরী
ঐতিহ্যবাহী পোশাকে ক্ষুদ্র জাতিসত্তার দুই কিশোরী
বাদ্য বাজিয়ে দিবস উদ্‌যাপন
বাদ্য বাজিয়ে দিবস উদ্‌যাপন
নৃত্যের তালে মেতেছেন শিল্পীরা
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা
অনুষ্ঠানের দর্শকেরা
অনুষ্ঠানের উদ্বোধন করেন নাট্যজন মামুনুর রশীদ
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রকৃতিসংলগ্নতা ফুটে ওঠে নৃত্যের মাধ্যমে
জুমের নৃত্য
বর্ণিল পোশাকে জমে ওঠে ঐতিহ্যবাহী নাচ
আদিবাসী দিবসের অনুষ্ঠানের মঞ্চে অতিথিরা