ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্রের ধ্বংসযজ্ঞ

ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার বাহিনী। সোমবার ভোরে রাজধানী কিয়েভসহ অনেক শহর থেকে হামলার খবর আসতে শুরু করে। হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়ার ভূখণ্ডে আর কোনো সন্ত্রাসী হামলা হলে মস্কো কঠোর জবাব দেবে। গত শনিবার দখল করা ক্রিমিয়া থেকে রাশিয়ায় সংযোগকারী কার্চ সেতুতে বিস্ফোরণের পর ইউক্রেনে এ হামলা হলো।  

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ছবিতে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ থেকে ইউক্রেনে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দৃশ্য। ১০ অক্টোবর
 ছবি: রয়টার্স
ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশের বিশেষজ্ঞ দল। কিয়েভ, ইউক্রেন
সোমবার ভোরে কিয়েভের একটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার পর কালো ধোঁয়া উড়তে দেখা যায়। এতে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে
আবাসিক এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ধসে যাওয়া ভবনে উদ্ধারকাজ চালাচ্ছেন ইউক্রেনের জরুরি সেবাকর্মীরা। জাপোরিঝঝিয়া, ইউক্রেন
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লিভে রাশিয়া ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর বিভিন্ন ভবন থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। লিভ, ইউক্রেন
রাশিয়ার সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে সড়কে এভাবে গাড়ি পুড়তে দেখা যায়। কিয়েভ, ইউক্রেন
সোমবার ভোরে ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়ার বাহিনী। হামলার পর ছুটতে শুরু করে আতঙ্কিত মানুষ। কিয়েভ, ইউক্রেন
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত এক ব্যক্তির মরদেহ পড়ে আছে রাস্তায়। কিয়েভ, ইউক্রেন
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় এক নারী গুরুতর আহত হয়েছেন। তাঁকে গন্তব্যে যেতে সাহায্য করছেন ইউক্রেনের একজন সেনা। কিয়েভে, ইউক্রেন
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনায় অগ্নিনির্বাপণের কাজ করছেন ইউক্রেনের অগ্নিনর্বাপণ বাহিনীর সদস্যরা। কিয়েভ, ইউক্রেন
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন তাঁরা। এই ছবিতে একজন নারীকে আহত অপর ব্যক্তিকে সাহায্য করতে দেখা যায়। কিয়েভ, ইউক্রেন
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের রাজধানীর কিয়েভের বিভিন্ন সড়কে এভাবেই ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। কিয়েভ, ইউক্রেন