বগুড়ার গ্রামে স্ট্রবেরির চাষ

প্রত্যন্ত গ্রামের মাঠে ১৩৩ শতাংশ জমিতে স্ট্রবেরি চাষ করেছেন কৃষি উদ্যোক্তা জাব্বির হোসেন। তিনি এবারই প্রথম বড় পরিসরে আমেরিকান ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরি চাষ করেছেন। সাফল্যও পেয়েছেন বেশ। এই চাষাবাদ করতে প্রায় পাঁচ লাখ টাকা খরচ করেছেন তিনি। প্রতিদিনই খেত থেকে তিন-চার মণ স্ট্রবেরি তুলছেন। দামও পাচ্ছেন ভালো। পাইকারিতে মানভেদে ৩০০ থেকে ৪০০ টাকা কেজিতে এই স্ট্রবেরি বিক্রি করছেন তিনি। সবচেয়ে বেশি স্ট্রবেরির চাহিদা দেখা যাচ্ছে ঢাকা শহরে।

খেত থেকে বেছে পরিপক্ব স্ট্রবেরি তুলছেন কিষানিরা। এ কাজ করে তাঁরা দৈনিক মজুরি পান জনপ্রতি ২৫০ টাকা।
খেত থেকে বেছে পরিপক্ব স্ট্রবেরি তুলছেন কিষানিরা। এ কাজ করে তাঁরা দৈনিক মজুরি পান জনপ্রতি ২৫০ টাকা।
একদিকে বড় হয়ে স্ট্রবেরি লাল রং ধারণ করছে, অন্যদিকে ছোট স্ট্রবেরি ধীরে ধীরে বড় হচ্ছে।
নিজের খেতে স্ট্রবেরির পরিচর্যা করছেন কৃষি উদ্যোক্তা জাব্বির হোসেন।
মাঠে কাজের ফাঁকে রঙিন স্ট্রবেরি তুলে দেখাচ্ছেন কিষানি মনোয়ারা বেগম।
নিবিড় পরিচর্যায় বেড়ে ওঠে স্ট্রবেরিগাছ। এগুলোতে মাঝেমধ্যে দেখে যায় এমন রোগাক্রান্ত স্ট্রবেরিগাছও।
রোগাক্রান্ত গাছ তুলে ফেলছেন জাব্বির হোসেন।
খেত থেকে স্ট্রবেরি তুলে ঝুড়িতে ভরে নিয়ে যাচ্ছেন কিষানিরা।
খেত থেকে তোলা পাকা স্ট্রবেরি।
স্ট্রবেরি তুলে বাছাই করা হচ্ছে। এগুলো প্যাকেটে ভরে পাঠানো হবে বিক্রির জন্য।