প্রত্যন্ত গ্রামের মাঠে ১৩৩ শতাংশ জমিতে স্ট্রবেরি চাষ করেছেন কৃষি উদ্যোক্তা জাব্বির হোসেন। তিনি এবারই প্রথম বড় পরিসরে আমেরিকান ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরি চাষ করেছেন। সাফল্যও পেয়েছেন বেশ। এই চাষাবাদ করতে প্রায় পাঁচ লাখ টাকা খরচ করেছেন তিনি। প্রতিদিনই খেত থেকে তিন-চার মণ স্ট্রবেরি তুলছেন। দামও পাচ্ছেন ভালো। পাইকারিতে মানভেদে ৩০০ থেকে ৪০০ টাকা কেজিতে এই স্ট্রবেরি বিক্রি করছেন তিনি। সবচেয়ে বেশি স্ট্রবেরির চাহিদা দেখা যাচ্ছে ঢাকা শহরে।