রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিনভর শিক্ষার্থীদের বিক্ষোভ

কথা–কাটাকাটির জেরে শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ বাঁধে গতকাল শনিবার রাতে। এ ঘটনায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আজ রোববার সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। পরে ক্যাম্পাসসংলগ্ন সড়ক অবরোধ ও গাছের গুঁড়িতে আগুন দিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে যাওয়া একটি পত্রিকার ফটোসাংবাদিকের ক্যামেরা ও একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা পারসনের ক্যামেরা ভাঙচুর করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা ছয়টায়ও একই পরিস্থিতি বিরাজ করছিল ক্যাম্পাসজুড়ে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অবস্থান।
একটি চ্যানেলের ক্যামেরা পারসনের ক্যামেরা ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
মারধর করা হয় দুই সাংবাদিককে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান।
উপাচার্যের বাসভবনের সামনে চলছে অবস্থান।
একপর্যায়ে শিক্ষার্থীদের একটি পক্ষ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ব্যানার–ফেস্টুন ছিঁড়ে তা থেকে লাঠি বের করে অবস্থান নেয়।
গাছের গুঁড়িতে আগুন দিয়ে যান চলাচলে বাধা দেন শিক্ষার্থীরা।
একপর্যায়ে সড়ক অবরোধে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা।
লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।
গাছের গুঁড়ি দিয়ে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করেন শিক্ষার্থীরা।
সারি সারি গাছের গুঁড়িতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।