এ বছর যাঁদের হারাল বিশ্ব

২০২২ সালে নানা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বিশ্বের আলোচিত ও উল্লেখযোগ্য বেশ কয়েকজন ব্যক্তিকে আমরা হারিয়েছি। তাঁদের নিয়ে এই ছবির গল্প।

সাবেক সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভ এ বছরের আগস্টে ৯১ বছর বয়সে মারা যান। রক্তপাত ছাড়াই স্নায়ুযুদ্ধের অবসান ঘটিয়েছিলেন তিনি। কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতন রোধ করতে ব্যর্থ হন
গত সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসন অলংকৃত করে রাখা দ্বিতীয় এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর। কয়েক মাস আগেই তাঁর সিংহাসনে আরোহণের ৭০ বছর উদ্‌যাপন করা হয়েছিল
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ৭৩ বছর বয়সে গত জুলাই মাসে মারা যান
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাস্তার পাশে বক্তৃতা দেওয়ার সময় গত জুলাই মাসে গুলিবিদ্ধ হন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। এরপর তাঁকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান
এ বছরের মার্চে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন থাইল্যান্ডে মারা যান
গত নভেম্বর মাসে ৯৬ বছর বয়সে মারা গেছেন চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন