সাধারণের মধ্যে থেকেও যাঁরা অসাধারণ—এমন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) সম্মানিত করতে চালু হয় ‘আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার’। দ্বিতীয়বারের মতো দেশের বহু এসএমই উদ্যোক্তার মধ্য থেকে চলতি বছর খুঁজে আনা হয়েছে সেরা ছয়জনকে। এবার কৃষি খাতে ‘আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার-২০২২’ বিজয়ী হয়েছেন গাজীপুরের কালিয়াকৈরের মোহাম্মদ ইমরুল হাসান। কালিয়াকৈরের মৌচাকের বাঁশতলীতে ‘অরগানিক চিকেন’ খামার গড়ে তুলে তিনি এই পুরস্কার জিতে নিয়েছেন।