তুরস্ক ও সিরিয়ায় সোমবার ভোররাতে যে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, তাতে মৃত্যু ছয় হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পে দুই দেশে ধসে পড়েছে হাজার হাজার ঘরবাড়ি–স্থাপনা। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে উদ্ধারে চলছে জোর তৎপরতা। সময় যত গড়াচ্ছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে নিহত মানুষের সংখ্যা।