মেট্রোরেলে যাত্রীদের আনন্দ-উচ্ছ্বাস

সাধারণ যাত্রী নিয়ে ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে। আগারগাঁও ও উত্তরা উভয় স্টেশন থেকে সাধারণ যাত্রী নিয়ে প্রথম ট্রেন ছেড়েছে আজ। ট্রেনে উঠতে দুই থেকে তিন ঘণ্টা আগেই মানুষ লাইনে দাঁড়িয়েছেন। তবে এরপরও বিপুলসংখ্যক যাত্রীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

আগারগাঁও স্টেশনে মানুষের উল্লাস
ছবি: দীপু মালাকার
প্রথম ট্রেন ছেড়েছে সকাল আটটায়। এরপরও আগারগাঁওয়ে অপেক্ষায় যাত্রীরা
মেট্রোরেলে উঠতে উত্তরা স্টেশনে মানুষের অপেক্ষা
মেট্রোরেলে প্রথম চড়ার অভিজ্ঞতা ধরে রাখার চেষ্টা। উত্তরা স্টেশন
মেট্রোরেলে প্রথম চড়বেন, এ জন্য ভোর পাঁচটা থেকে আগারগাঁও এলাকায় অপেক্ষায় যাত্রীরা
সারবদ্ধভাবে আগারগাঁও স্টেশনে ঢুকছেন যাত্রীরা
মেট্রোরেলে প্রথম উঠছেন তাঁরা
মেট্রোরেলে চড়বেন বলেই দীর্ঘ লাইনে সকাল থেকে অপেক্ষা। পরিকল্পনা কমিশন, ঢাকা