বিদায়ী বছরের সাড়া জাগানো ছবি

২০২৩ সালেও বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে ছিল যুদ্ধ। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের সঙ্গে এবার নতুন করে আলোচনা তৈরি করে মধ্যপ্রাচ্য সংকট। হঠাৎ করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে সহস্রাধিক মানুষকে হত্যা বিশ্ববাসীকে নাড়িয়ে দেয়। তার পাল্টায় ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণে কাতর বিশ্বমানবতা। এর মধ্যে গত ফেব্রুয়ারিতে তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান ৫৪ হাজার মানুষ। সেপ্টেম্বরে আরেকটি ভূমিকম্প হয় মরক্কোতে, সেখানে প্রাণ হারান ২ হাজার ৯০০ জন। আসুন দেখে নিই বছরজুড়ে এমনই কিছু আলোচিত ঘটনার ছবি:

মারাত্মক ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে পড়ে আছেন আবদুল আলিম মুয়াইনি। পাশে পড়ে আছে তাঁর স্ত্রী এসরার মরদেহ। ৮ ফেব্রুয়ারি, তুরস্কের হাতায় এলাকায়।
মারাত্মক ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে পড়ে আছেন আবদুল আলিম মুয়াইনি। পাশে পড়ে আছে তাঁর স্ত্রী এসরার মরদেহ। ৮ ফেব্রুয়ারি, তুরস্কের হাতায় এলাকায়।
ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ছোড়া রকেট প্রতিহত করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম। ৯ অক্টোবর, আশকেলন, ইসরায়েল।
ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ছোড়া রকেট প্রতিহত করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম। ৯ অক্টোবর, আশকেলন, ইসরায়েল।
একটি বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আহত একটি মেয়েকে উদ্ধার করা হচ্ছে। ১১ অক্টোবর, ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে লাগা দাবানল সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়ে কানাডায়ও। ৩০ জুলাই, কানাডার ব্রিটিশ কলম্বিয়ায়।
চলছে ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) আসর। তারকাদের ছবি তোলার সময় হঠাৎ পড়ে যান একজন আলোকচিত্রী। পাশে থেকে তাঁকে দেখছেন তারকাশিল্পী লেডি গাগা। ১২ মার্চ, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে।
ইসরায়েল ও ইউক্রেনের জন্য মার্কিন সিনেটে সহায়তা তহবিল পাসের শুনানিতে অংশ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তাঁর পেছনে হাতে লাল রং করে (রক্তের প্রতীক) প্রতিবাদে শামিল হয়েছেন কয়েকজন যুদ্ধবিরোধী বিক্ষোভাকারী। ৩১ অক্টোবর, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে।
রাশিয়ার রোস্তভ–অন–দন শহর থেকে সেনা প্রত্যাহারের পর নিজেও শহরটি ছাড়ছেন ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন। পরে রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণ হারান তিনি। ২৪ জুন, রাশিয়ায়।
সূর্যাস্তের ঠিক আগে আগে সার্ফিং বোর্ড নিয়ে সাগরে নেমেছেন একজন সার্ফার। ২৮ আগস্ট, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।
চলছে ‘ট্যুর দ্য ফ্রান্স’ নামে সাইকেল র‍্যালি। পথিমধ্যে সূর্যমুখীর একটি খেত পার হচ্ছেন প্রতিযোগিতায় অংশ নেওয়া সাইক্লিস্টরা। ৮ জুলাই, ফ্রান্সে।
মন্দির চত্বরে একসঙ্গে হোলি উদ্‌যাপন করছেন শত শত হিন্দু ভক্ত। ৭ মার্চ, ভারতের গুজরাটের সালংপুরে।
লোকনাথ ব্রহ্মচারীর মন্দির প্রাঙ্গণে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনায় অংশ নিয়েছেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। ৭ নভেম্বর, বাংলাদেশের নারায়ণগঞ্জে।
দুর্ঘটনায় ট্রেন লাইনচ্যুত হয়েছে। উল্টে থাকা বগির জানালা দিয়ে উঁকি দিচ্ছেন একজন উদ্ধারকর্মী। ৬ আগস্ট, সাংঘার, পাকিস্তান।
পানি সংরক্ষণে অবকাঠামো নির্মাণের প্রতিবাদে ছড়ায় বিক্ষোভ ও সংঘর্ষ। এ সময় আগুন থেকে বাঁচতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দৌড়াতে দেখা যায়। ২৫ মার্চ, ফ্রান্সের পশ্চিমাঞ্চলে।
ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ বাধে। ৭ মার্চ, ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে।
মারাত্মক ভূমিকম্পে ভেঙে পড়েছে একটি বহুতল ভবন। ১৯ ফেব্রুয়ারি, তুরস্কের আঙ্কারায়।
বালুঝড়ের মধ্যে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত অতিক্রম করার অপেক্ষায় অভিবাসনপ্রত্যাশীরা। ১০ মে, যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসোয়।
ভেনেজুয়েলা থেকে আসা এক দল অভিবাসনপ্রত্যাশী যুক্তরাষ্ট্রে ঢুকতে পেরেছেন। এখন নিজ নিজ গন্তব্যে যাওয়ার অপেক্ষায়। ২৬ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের টেক্সাসে।
পার্বত্য এলাকার বনে মাইলের পর মাইল এলাকাজুড়ে ভয়াবহ দাবানল। ১৮ জুলাই, সুইজারল্যান্ডে।
ইসরায়েলি হামলায় নিহত স্বজনের মরদেহ নিয়ে এক ফিলিস্তিনির শোক। ২৪ অক্টোবর, ফিলিস্তিনের গাজার খান ইউনিসে।
ইসরায়েল–ফিলিস্তিন সংঘাত চলাকালে সাইপ্রাসের উদ্দেশে ইসরায়েলি ভূখণ্ড ছাড়ছেন ইহুদিরা। ১৬ অক্টোবর, ইসরায়েলের হাইফায়।