২০২৩ সালেও বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে ছিল যুদ্ধ। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের সঙ্গে এবার নতুন করে আলোচনা তৈরি করে মধ্যপ্রাচ্য সংকট। হঠাৎ করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে সহস্রাধিক মানুষকে হত্যা বিশ্ববাসীকে নাড়িয়ে দেয়। তার পাল্টায় ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণে কাতর বিশ্বমানবতা। এর মধ্যে গত ফেব্রুয়ারিতে তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান ৫৪ হাজার মানুষ। সেপ্টেম্বরে আরেকটি ভূমিকম্প হয় মরক্কোতে, সেখানে প্রাণ হারান ২ হাজার ৯০০ জন। আসুন দেখে নিই বছরজুড়ে এমনই কিছু আলোচিত ঘটনার ছবি: