ষাঁড়ের দৌড় উৎসব

শিং উঁচিয়ে ধেয়ে আসছে বিশাল বপু সব ষাঁড়। সেগুলোর গুঁতা থেকে বাঁচতে হাজারো মানুষের হুড়োহুড়ি। কেউ দূর থেকেই করছেন উল্লাস। বলা হচ্ছে স্পেনের ঐতিহ্যবাহী ষাঁড় উৎসবের কথা। ১৪ শতকের গোড়ার দিকে উত্তর-পূর্ব স্পেনে এ উৎসবের গোড়াপত্তন। প্রতিবছর ৬ থেকে ১৪ জুলাই পর্যন্ত আয়োজন করা হয় এই উৎসব। সে হিসাবে এবার উৎসবটি শুরু হয়েছে গতকাল শনিবার থেকে। সান ফার্মিন নামের এ উৎসবে শামিল হতে এ বছর স্পেনের পাম্পলোনায় দেশ-বিদেশের পর্যটকেরা।

ষাঁড়ের পথ আটকে রেখেছেন উৎসবে অংশগ্রহণকারীরা। তাঁদের ওপর দিয়েই লাফিয়ে পার হচ্ছে একটি ষাঁড়
রাস্তা দিয়ে ষাঁড়ের দৌড়। সঙ্গে দৌড়াচ্ছে লোকজন
ষাঁড়ের দৌড়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে রাস্তার ওপর পড়ে যান কয়েকজন
ষাঁড়–দৌড় উপলক্ষে সড়কে বেড়া দেওয়া হয়েছে। সেটির ওপর বসে আছেন দুই তরুণী
ষাঁড় দৌড়ানোর পথে উৎসুক মানুষের ভিড় সামলাচ্ছেন পুলিশ সদস্যরা
দৌড়ের সময় ষাঁড়ের সামনে পড়ে যান অনেকে
ষাঁড়ের দৌড় শুরুর আগে সড়কে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করছেন পৌর কর্মীরা
ব্যালকনি থেকেও সান ফার্মিন উৎসব উপভোগ করেন অনেকে
ষাঁড়ের হামলা থেকে বাঁচার চেষ্টা