ট্রাম্পের জয়, বাঁধভাঙা উচ্ছ্বাস

ভোটের ফলে এগিয়ে থাকার খবর আসতে থাকার মধ্যে একপর্যায়ে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের পাম বিচ কাউন্টি কনভেনশন সেন্টারে হাজির হন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার শেষরাতের দিকে সমর্থকদের উদ্দেশে সেখানে প্রথম বক্তৃতা দেন তিনি। ট্রাম্পশিবিরের বাঁধভাঙা উল্লাসের মুহূর্তগুলো নিয়ে এই ছবির গল্প।  

ভোটের ফলে এগিয়ে থাকার খবরে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিতে মঞ্চে ডোনাল্ড ট্রাম্প। পাশে স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও ছেলে ব্যারন।
ভোটের ফলে এগিয়ে থাকার খবরে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিতে মঞ্চে ডোনাল্ড ট্রাম্প। পাশে স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও ছেলে ব্যারন।
সমর্থকদের উদ্দেশে বিজয়ী ভাষণ দিচ্ছেন ট্রাম্প।
বক্তৃতার মঞ্চে স্ত্রী মেলানিয়াকে চুমু খাচ্ছেন ট্রাম্প।
বক্তৃতা মঞ্চে (বাঁ থেকে) এরিক ট্রাম্প, লারা ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, কাই ম্যাডিসন ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প তৃতীয়।
ট্রাম্পের মঞ্চে রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্স, (বাঁয়ে) স্ত্রী ঊষা ভ্যান্স।
রিপাবলিকান পার্টির নির্বাচনী ফল দেখার পার্টিতে ট্রাম্পসমর্থকদের উল্লাস। উইসকনসিন অঙ্গরাজ্যের পিওয়াউকিতে দ্য ইঙ্গেলসাইড হোটেলে।
নিউইয়র্ক ইয়াং রিপাবলিকান ক্লাব ওয়াচ পার্টিতে ট্রাম্পসমর্থকদের উদ্‌যাপন।
জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় ট্রাম্পসমর্থকদের উল্লাস।
ট্রাম্পের এক সমর্থকের টাইয়ে লেখা ‘ট্রাম্প ওন’। ফ্লোরিডার পাম বিচ কাউন্টি কনভেনশন সেন্টারে।
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের পাম বিচ কাউন্টি কনভেনশন সেন্টারে সামনের দিকে তর্জনী এগিয়ে চিরপরিচিত ভঙ্গিতে ট্রাম্প।