লোকসভা নির্বাচনের ফল উদ্‌যাপন

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে আজ মঙ্গলবার। স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয় এই গণনা।  বিকেল পাঁচটা পর্যন্ত মোট ২২টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৩টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৪টি আসনে জিতেছে কংগ্রেস। ২টি আসনে জয় পেয়েছে জনতা দল (জেডি-এস)। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য বলছে, বিজেপি ২২৭ আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস ৯৪ আসনে এবং সমাজবাদী পার্টি ৩৪ আসনে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ২৯ আসনে। সব শিবিরেই আনন্দমিছিল করে উদ্‌যাপন চলছে। সেসব আনন্দ উদ্‌যাপনের ছবি দিয়ে ছবির গল্প।

ভারতের প্রধানমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদির সমর্থকেরা বারানসিতে ফুল ছিটিয়ে আনন্দ উদ্‌যাপন করেন
ছবি: এএফপি
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি) সমর্থকেরা নয়াদিল্লিতে দলের সদর দপ্তরের বাইরে নির্বাচনের ফলাফল জানার পর উদ্‌যাপন করছেন
ভারতীয় জনতা পার্টির সমর্থকেরা নয়াদিল্লিতে দলের সদর দপ্তরের বাইরে প্রাথমিক সাধারণ নির্বাচনের ফলাফল জানার পর ঢাকঢোল পিটিয়ে উদ্‌যাপন করছেন
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি) পার্টির সমর্থকেরা নয়াদিল্লির আইএনসি সদর দপ্তরের কাছে ফলাফল পেয়ে উদ্‌যাপন করছেন
ভারতীয় জনতা পার্টির সমর্থকেরা বেঙ্গালুরুতে দলের কার্যালয়ে স্ক্রিনে সর্বশেষ ভোট গণনার ফলাফলে নিজেদের এগিয়ে থাকার খবর দেখে আনন্দে মেতে ওঠেন
তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সমর্থকেরা কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বাইরে শাঁখ ও কাঁসর বাজিয়ে আনন্দ মিছিল করে ফল উদ্‌যাপন করছেন
বিজেপি সমর্থকেরা বেঙ্গালুরুতে তাঁদের কার্যালয়ে স্থাপিত বড় স্ক্রিনে সর্বশেষ ভোট গণনার ফলাফল দেখছেন
ভারতীয় জনতা পার্টির সমর্থকেরা নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরের বাইরে ভারতের সাধারণ নির্বাচনের ভোট গণনার ফলাফল উদ্‌যাপন করছে
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সমর্থকেরা নয়াদিল্লিতে দলের সদর দপ্তরে প্রাথমিক সাধারণ নির্বাচনের ফলাফলে আনন্দ-উচ্ছ্বাস করছেন