রাজা হলেন তৃতীয় চার্লস

রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। শোক ঘোষণার পর থেকে দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত। কিন্তু রাজা হিসেবে তৃতীয় চার্লসের শপথের পর জাতীয় পতাকা আবার পুরো তোলা হয়। কার্ডিফ, ওয়েলস, ব্রিটেন, ১০ সেপ্টেম্বর।
ছবি: রয়টার্স
রাজা হিসেবে তৃতীয় চার্লসের শপথের সঙ্গে সঙ্গে তোপধ্বনি করা হয়। লন্ডন, ১০ সেপ্টেম্বর।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর সৈন্যরা মল চত্বর অতিক্রম করছে। লন্ডন, ১০ সেপ্টেম্বর।
এক্সেশন কাউন্সিলের সামনে চার্লসকে রাজা হিসেবে ঘোষণা করেন গার্টার প্রিন্সিপাল কিং অব আর্মস, ডেভিড ভাইনস হোয়াইট। সেন্ট জেমস প্যালেস, লন্ডন, ১০ সেপ্টেম্বর।
চার্লসকে রাজা হিসেবে ঘোষণা দেওয়ার পর তাঁর প্রতি আনুগত্য প্রকাশ করে টুপিখোলা অভিবাদন জানায় ব্রিটিশ সেনাবাহিনীর কোল্ডস্ট্রিম গার্ডরা।
প্রিন্স চার্লসের রাজার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রবেশ করছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে, গর্ডন ব্রাউন, টনি ব্লেয়ার, ডেভিড ক্যামেরুন ও বরিস জনসন। সেন্ট জেমস প্যালেস, লন্ডন, ১০ সেপ্টেম্বর।
দায়িত্ব নেওয়ার পর স্কটল্যান্ডে জাতীয় চার্চের নিরাপত্তা নিশ্চিত করার শপথ বইয়ে সই করছেন রাজা তৃতীয় চার্লস। এ সময় তাঁর পেছনে দাঁড়ানো প্রিন্স অব ওয়েলস প্রিন্স উইলিয়াম ও কুইন কনসোর্ট ক্যামিলা। লন্ডন, ১০ সেপ্টেম্বর।
এক্সেশন কাউন্সিলে দেওয়া ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের বক্তব্য শুনছেন প্রিন্স অব ওয়েলস প্রিন্স উইলিয়াম ও কুইন কনসোর্ট ক্যামিলা। লন্ডন, ১০ সেপ্টেম্বর।
রানির মৃত্যুতে উইন্ডসরে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ মানুষ। উইন্ডসর, যুক্তরাজ্য, ১০ সেপ্টেম্বর।
রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণে বাকিংহাম প্যালেসের সামনে ফুলেল শ্রদ্ধা জানাতে এসেছে এই কিশোর–কিশোরী। লন্ডন, যুক্তরাজ্য, ১০ সেপ্টেম্বর।
উইন্ডসর ক্যাসেলের কাছেই রানির মৃত্যুতে শোকাহত এক দম্পতি। উইন্ডসর, যুক্তরাজ্য, ১০ সেপ্টেম্বর।
বাকিংহাম প্যালেসের বাইরে জাতীয় পতাকার আদলে টুপি পড়ে দাঁড়িয়ে আছে এই শিশুটি। লন্ডন, যুক্তরাজ্য, ১০ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স
রানি এলিজাবেথের প্রয়াণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে মা–বাবার সঙ্গে এসেছিল এই শিশুরাও। উইন্ডসর, যুক্তরাজ্য, ১০ সেপ্টেম্বর।
রানির মৃত্যুর খবর শোনার পর বাকিংহাম প্যালেসর বাইরে শ্রদ্ধা জানাতে আসা অপেক্ষমাণ মানুষের একটি অংশ। লন্ডন, যুক্তরাজ্য ১০ সেপ্টেম্বর।
বাকিংহাম প্যালেসের বাইরে রানির প্রতি ফুলেল শ্রদ্ধা। লন্ডন, যুক্তরাজ্য ১০ সেপ্টেম্বর।