কলকাতার দুর্গাপূজা

দুর্গাপূজার সময় ভারত ও ভারতের বাইরে থেকে বহু মানুষ পূজা দেখতে পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতায় আসেন। এবার কলকাতায় বারোয়ারি বা সর্বজনীন পূজা হচ্ছে ১ হাজার ৯০৫টি। গত বছরের চেয়ে তা ৩৪৮টি বেশি। পূজা উদ্‌যাপন নির্বিঘ্ন করতে রাজ্যজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজায় কলকাতা শহরে দায়িত্বে আছেন ১০ হাজার পুলিশ। ছবিতে দেখা যাক কলকাতার বিভিন্ন মণ্ডপের পূজা।

বালিগঞ্জ ২১ পল্লির দুর্গাপ্রতিমা
বালিগঞ্জ ২১ পল্লির দুর্গাপ্রতিমা
ভবানীপুরের একটি পূজামণ্ডপের দুর্গাপ্রতিমা
চেতলা অগ্রণী পূজামণ্ডপের দুর্গাপ্রতিমা
দেশপ্রিয় পার্কের পূজামণ্ডপ
দেশপ্রিয় পার্কের পূজামণ্ডপের বাইরের দৃশ্য
বাগবাজার সর্বজনীন পূজামণ্ডপের দুর্গাপ্রতিমা
সিংহী পার্কের পূজামণ্ডপের দুর্গাপ্রতিমা
হিন্দুস্তান ক্লাব আয়োজিত পূজামণ্ডপের দুর্গাপ্রতিমা
হিন্দুস্তান পার্কের পূজামণ্ডপের দুর্গাপ্রতিমা
দুর্গাপূজা উপলক্ষে বাহারি আলোয় সাজানো হয়েছে সড়ক
পল্লি উন্নয়ন সমিতি আয়োজিত পূজামণ্ডপের দুর্গাপ্রতিমা
সন্তোষপুর লেকপল্লির পূজামণ্ডপ
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজার থিম এবার অন্ধ্র প্রদেশের ঐতিহাসিক বালাজি মন্দির
সুরুচি সংঘের পূজামণ্ডপ ঘুরে দেখছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
সুরুচি সংঘের পূজামণ্ডপের বাইরের দৃশ্য