ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ফিলিস্তিনের গাজায়। প্রায় তিন সপ্তাহ ধরে চলা হামলায় অবরুদ্ধ এ উপত্যকাটির সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ১০ লাখের বেশি বাসিন্দা। খাবার ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অনাহার–অর্ধাহারে দিন কাটছে লাখো মানুষের। এসবের মধ্যেও হামলা চলছে। প্রতিদিন শত শত মানুষ প্রাণ হারাচ্ছেন।