দাবানলে পুড়ছে গ্রিস

দাবানলে পুড়ছে গ্রিসের বড় একটি এলাকা। রাজধানী এথেন্স থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের কুভারাস থেকে আগুনের সূত্রপাত। উষ্ণ বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা। যুক্ত হয়েছে হেলিকপ্টার ও উড়োজাহাজ। আশপাশের এলাকাগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। দাবানলের ছবিগুলো গত সোমবার থেকে গতকাল বুধবারের মধ্যে তোলা। ছবি: এএফপি

জ্বলছে দাবানল, উড়ছে ধোঁয়া। দূরে দাঁড়িয়ে তা দেখছেন এক নারী। এথেন্স, গ্রিস, ১৭ জুলাই
ছবি: এএফপি
দাবানলে জ্বলছে বিস্তীর্ণ বনাঞ্চল। পোউনারি, গ্রিস, ১৮ জুলাই
দাবানল চারপাশে ছড়িয়ে পড়ছে। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচাতে ঘোড়াগুলোকে নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছেন এক ব্যক্তি। পোউনারি, গ্রিস, ১৮ জুলাই
আগুন নেভানোর কাজে ব্যবহারের জন ট্যাংক ভরে পানি রাখা হয়েছে। মাগোউলা, গ্রিস, ১৮ জুলাই
আগুন নেভানোর কাজে ব্যবহার করা হচ্ছে উড়োজাহাজ। মাগোউলা, গ্রিস, ১৮ জুলাই
আগুনের শিখা এগিয়ে আসছে ফসলের খেতের দিকে। মাগোউলা, গ্রিস, ১৮ জুলাই
দূরে দাবানলের আগুন জ্বলছে। উড়ছে কালো ধোঁয়া। নিরাপদ জায়গায় দাঁড়িয়ে তা দেখছেন দুজন। মাগোউলা, গ্রিস, ১৮ জুলাই
চারপাশ থেকে আগুনের শিখা এগিয়ে আসছে বাড়িটির দিকে। এথেন্স, গ্রিস, ১৯ জুলাই
দাবানলের আগুন নেভাতে কাজ করছেন এক অগ্নিনির্বাপক কর্মী। এথেন্স, গ্রিস, ১৯ জুলাই
আগুন নেভাতে হেলিকপ্টার থেকে পানি ফেলা হচ্ছে। মাগোউলা, গ্রিস, ১৮ জুলাই
দূর পাহাড়ে দাবানল জ্বলছে। পাশে উড়ছে গ্রিসের পতাকা। এথেন্স, গ্রিস, ১৭ জুলাই
আগুন নেভানোর কাজে অংশ নিতে এসেছে ফায়ার সার্ভিসের একটি গাড়ি। মাগোউলা, গ্রিস, ১৮ জুলাই
আগুন থেকে বাঁচাতে এক শিশুকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে। অ্যাগিয়োস চারালাবোস, গ্রিস, ১৮ জুলাই
আগুন নেভানোর কাজে ব্যস্ত ফায়ার সার্ভিসের কর্মীরা। এথেন্স, গ্রিস, ১৯ জুলাই