যুক্তরাষ্ট্রে ২৪৮তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে গতকাল ৪ জুলাই বৃহস্পতিবার। ১৭৭৬ সালের এই দিনে ব্রিটিশ শাসন থেকে আমেরিকার ১৩টি রাজ্যের নেতারা স্বাধীনতা ঘোষণা করেন। প্রতিবছর চোখধাঁধানো আতশবাজি আর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করেন মার্কিনরা। সারা বছরের সবচেয়ে কাম্য ছুটিগুলোর মধ্যে গ্রীষ্ম মৌসুমের এই ৪ জুলাইয়ের স্বাধীনতা দিবসের ছুটিটা মার্কিনদের কাছে সবচেয়ে আনন্দের। দিনটি যেভাবে পালন করেছেন তাঁরা, সেটিই উঠে এসেছে ছবিতে।