যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদ্‌যাপন

যুক্তরাষ্ট্রে ২৪৮তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে গতকাল ৪ জুলাই বৃহস্পতিবার। ১৭৭৬ সালের এই দিনে ব্রিটিশ শাসন থেকে আমেরিকার ১৩টি রাজ্যের নেতারা স্বাধীনতা ঘোষণা করেন। প্রতিবছর চোখধাঁধানো আতশবাজি আর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করেন মার্কিনরা। সারা বছরের সবচেয়ে কাম্য ছুটিগুলোর মধ্যে গ্রীষ্ম মৌসুমের এই ৪ জুলাইয়ের স্বাধীনতা দিবসের ছুটিটা মার্কিনদের কাছে সবচেয়ে আনন্দের। দিনটি যেভাবে পালন করেছেন তাঁরা, সেটিই উঠে এসেছে ছবিতে।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের পাশে আতশবাজি
ছবি: এএফপি
লস অ্যাঞ্জেলেস শহরের আতশবাজির চেষ্টা করছেন এক নারী
লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্রস্থলে আতশবাজিতে রঙিন আকাশ
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন স্বাধীনতা দিবস উদ্‌যাপনের সময় ওয়াশিংটনে হোয়াইট হাউসের দক্ষিণ লনের বারান্দায় দাঁড়িয়ে আছেন
ফ্লোরিডার মিয়ামি সৈকতে স্বাধীনতা দিবসের আতশবাজি
নিউ জার্সির হোবোকেনে স্বাধীনতা দিবসের আতশবাজির আগে মানুষ হাডসন নদীর ধারে জড়ো হয়
স্বাধীনতা দিবসের ছুটিতে গরম আবহাওয়ার মধ্যে ক্যালিফোর্নিয়ার হান্টিংটন সৈকতে মানুষের ভিড়
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যের প্লেয়াস ডি টিজুয়ানায় সীমান্ত প্রাচীরের কাছে একটি শিশু আতশবাজি নিয়ে খেলছে
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে মেক্সিকোর সীমান্তপ্রাচীরের কাছে জড়ো হয়েছে মেক্সিকোর মানুষ। সেখানে রংচঙা পোশাক পরে বেলুন বিক্রি করছেন এক ব্যক্তি
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আতশবাজি দেখতে সীমানাপ্রাচীরের মেক্সিকোর অংশে জড়ো হয়েছেন হাজারো মানুষ