১৪ ফেব্রুয়ারি ছিল বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্বব্যাপী দিনটিকে ভ্যালেন্টাইনস ডে হিসেবে উদ্যাপন করা হয়। এই দিনে স্বামী-স্ত্রী, মা–বাবা, ভাই–বোন ও প্রিয় বন্ধুরা একে অপরের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটান। বিশ্বের বিভিন্ন দেশে ভালোবাসা প্রকাশের চিত্র নিয়ে ছবির গল্প।
ভ্যালেন্টাইনস ডে-তে প্যারিসের এই ব্যক্তি তাঁর সঙ্গীকে বিয়ের প্রস্তাব দেন হৃদয়-আকৃতির বেলুন দিয়ে সাজানো হয় মস্কোর বিভিন্ন স্থান। এ রকম একটি জায়গায় সেলফি তুলছেন এক দম্পতিভ্যালেন্টাইনস ডে-তে মস্কোর বিভিন্ন স্থান সাজানো হয়। সেখানে ছবি তোলার জন্য অনেককে অপেক্ষা করতে দেখা যায়ক্রোয়েশিয়ার রাজধানী জাগরিবে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে সাজানো কেবল কারে চড়েছেন এই দম্পতি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বেথেসডায় একটি সুপারমার্কেটে বিক্রির জন্য হরেক রকম ফুল সাজিয়ে রাখা হয়যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ভ্যালেনটাইনস ডে উপলক্ষে ৩৩ বছর ধরে আয়োজন করে আসা অনুষ্ঠানে বিনামূল্যে স্কি করছেন এক নারীমেক্সিকো সিটিতে ভ্যালেন্টাইনস ডে-তে এক দম্পতি প্রতীকী বিয়ের অনুষ্ঠানে অংশ নেন মিয়ানমারের ইয়াঙ্গুনে ভ্যালেন্টাইনস ডে-তে বিপণি বিতানে একজন নারী ‘হার্ট কর্নারে’ বসে ছবি তুলছেন ভিয়েতনামের হ্যানয় শহরে ভ্যালেন্টাইনস ডে-তে সঙ্গী খোঁজার জন্য একটি প্রাচীন প্যাগোডায় ভিড় করেন বহু তরুণ–তরুণী। ভালোবাসা দিবসে পছন্দের সঙ্গী খুঁজে পেতে এই প্যাগোডা সহায়তা করবে বলে তাদের প্রত্যাশা হোয়াইট হাউস প্রাঙ্গণে ভ্যালেন্টাইনস ডের সাজসজ্জার পাশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন