ছবিতে আরব আমিরাতের বন্যার দৃশ্য

মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাতের ঘটনা খুবই ব্যতিক্রম। কিন্তু গত মঙ্গলবার প্রচণ্ড ঝড়বৃষ্টিতে সেখানে দেখা দিয়েছে বন্যা। এতে সেখানকার পথঘাট ডুবে গেছে। সেই সঙ্গে অনেক গাড়ি ভেসে গেছে। আবাসিক ভবনের পাশাপাশি শপিং মলেও পানি ঢুকেছে। অচলাবস্থা তৈরি হয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দরে। উড়োজাহাজ অবতরণ করতে না পারায় ফ্লাইট বিলম্ব হচ্ছে। ছবিতে দেখুন দুবাই ও শারজার বন্যা পরিস্থিতি।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই অচল হয়ে পড়েছে।

দুবাইয়ে বন্যার পানিতে সড়কে আটকে পড়া গাড়ি সরিয়ে নেওয়া হচ্ছে
ছবি: এএফপি
দুবাইয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানবন্দরে যাত্রীদের চেকইন বন্ধ রাখা হয়েছে। ফলে ফ্লাইটের কানেকশন ডেস্কে যাত্রীদের দীর্ঘ সারি দেখা গেছে
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীরা ফ্লাইটের অপেক্ষা করছেন
দুবাইয়ের বেশ কয়েকটি বিপণিবিতানের সামনের সড়ক পানিতে তলিয়ে গেছে
দুবাইয়ে থিম পার্ক গ্লোবাল ভিলেজের পার্কিংয়ের জায়গা পানির নিচে
বন্যার পানিতে সড়কে আটকা পড়ে বেশ কিছু গাড়ি
দুবাইয়ে বহুতলবিশিষ্ট আবাসিক ভবনের সিঁড়িও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। তাই ভবনের লোকজনও বের হতে পারছিলেন না
শারজাতে ভারী বৃষ্টিতে ডুবে যাওয়া একটি সড়ক
দুবাইয়ে বন্যার পানির কারণে সড়ক বিভাজকের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন দুই ব্যক্তি
বৃষ্টির পানিতে প্রায় ডুবতে বসেছে দুটি গাড়ি
সড়ক ডুবেছে পানিতে, সেই পানিতে ডুবতে বসেছে বেশ কয়েকটি গাড়িও। এ অবস্থায় হাঁটুপানিতে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি
শারজাতে সড়ক থেকে পাম্পের মাধ্যমে পানি সরিয়ে নেওয়া হচ্ছে