মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাতের ঘটনা খুবই ব্যতিক্রম। কিন্তু গত মঙ্গলবার প্রচণ্ড ঝড়বৃষ্টিতে সেখানে দেখা দিয়েছে বন্যা। এতে সেখানকার পথঘাট ডুবে গেছে। সেই সঙ্গে অনেক গাড়ি ভেসে গেছে। আবাসিক ভবনের পাশাপাশি শপিং মলেও পানি ঢুকেছে। অচলাবস্থা তৈরি হয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দরে। উড়োজাহাজ অবতরণ করতে না পারায় ফ্লাইট বিলম্ব হচ্ছে। ছবিতে দেখুন দুবাই ও শারজার বন্যা পরিস্থিতি।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই অচল হয়ে পড়েছে।