ছবিতে ব্রিটিশ রাজা–রানির অভিষেক

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেক হচ্ছে আজ শনিবার। একই সঙ্গে কুইন কনসর্ট হিসেবে অভিষেক হচ্ছে তাঁর স্ত্রী ক্যামিলারও। ধর্মীয় আনুষ্ঠানিকতা ও জমকালো আয়োজনে রাজা হিসেবে চার্লসের অভিষেক উদ্‌যাপনে প্রস্তুত যুক্তরাজ্যসহ বিশ্বের লাখো মানুষ। ১০৬৬ সালের পর ৪০তম রাজা হিসেবে অভিষেক হতে যাচ্ছে চার্লসের। এক হাজার বছরের বেশি সময় আগে শুরু হওয়া ঐতিহাসিক রীতির ছাপ থাকবে এই অনুষ্ঠানে।

এই অনুষ্ঠানে রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধানসহ প্রায় ২০২টি দেশের অতিথিরা উপস্থিত থাকবেন। পাশাপাশি থাকছেন বিপুলসংখ্যক দর্শনার্থী। যুক্তরাজ্যের এই ঐতিহাসিক অনুষ্ঠানের কিছু খণ্ডচিত্র নিয়ে ছবির গল্প।

রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলার
রাজা চার্লস তৃতীয় ও রানি ক্যামিলার রাজ্যাভিষেকের আগে মলে মোতায়েন করা হয়েছে পুলিশ
লন্ডনে ব্রিটেনের রাজা চার্লস ও রানি ক্যামিলার রাজ্যাভিষেক অনুষ্ঠান দেখতে আসা মানুষ দ্য মল এলাকায় গতকাল শুক্রবার তাঁবুতে রাত কাটান
যুক্তরাজ্যের রাজা চার্লসের অভিষেকের শোভাযাত্রা দেখতে বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবে পর্যন্ত মানুষের অপেক্ষা। লন্ডনের দ্য মলে তোলা
রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট হিসেবে ক্যামিলাকে আজ ওয়েস্টমিনস্টার অ্যাবেতে মুকুট পরানো হবে। এই অনুষ্ঠানের প্রতিবাদে রাজপরিবারের ব্যঙ্গাত্মক ছবি রিপাবলিকানদের বিক্ষোভ
চার্লস ও ক্যামিলা যুক্তরাজ্যের রাজা-রানি নন। একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধান চান তাঁরা। রাজার অভিষেক অনুষ্ঠানের প্রতিবাদে ‘আমার রাজা নন’ প্ল্যাকার্ড নিয়ে রিপাবলিকানদের বিক্ষোভ
যুক্তরাজ্যের রাজা চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠান উপলক্ষে শ্রমিকেরা বাকিংহাম প্যালেসের বারান্দা প্রস্তুত করছেন
রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে লন্ডনের হোয়াইট হলে সামরিক পোশাক পরিহিত সৈন্যদের মার্চ
চার্লসের অভিষেকর দিন ওয়েস্টমিনস্টার অ্যাবের সামনে মাঠ পরিষ্কার করছেন পরিচ্ছন্নতাকর্মীরা
সেন্ট্রাল লন্ডনে যে পথে চার্লসের অভিষেকের শোভাযাত্রা যাবে, সেই পথে রাজপরিবারবিরোধীদের বিক্ষোভ
লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে বাকিংহাম প্যালেসে চার্লসের শোভাযাত্রা যাওয়ার পথের আশপাশের ভবনের ছাদে পাহারায় পুলিশ