ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় প্রাণভয়ে প্রায় ১০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। সেখানে খাবার ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ চলছেই। দেখা দিয়েছে খাদ্য ও পানির সংকট। মানুষ শরণার্থীশিবিরে মানবেতর জীবনযাপন করছেন। হতাহতদের খোঁজে চলছে উদ্ধারকাজ। ছবিতে ফিলিস্তিনের চিত্র।