শক্তিশালী ভূমিকম্পের আঘাতে তুরস্ক ও সিরিয়ায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পে প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা উভয় দেশের কর্মকর্তাদের। এখন উদ্ধারকাজ চলছে। ছবিতে থাকছে ভয়াবহ এই ভূমিকম্পের বিপর্যয়ের কিছু চিত্র।
ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ইদলিব, সিরিয়াধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা। আলেপ্পো, সিরিয়াহাসপাতালে শিশুসহ আহত মানুষদের চিকিৎসা চলছে। ইদলিব, সিরিয়াধ্বংসস্তূপের নিচে এক ব্যক্তির পা দেখা যাচ্ছে। আলেপ্পো, সিরিয়াহাসপাতালের জরুরি বিভাগে আহতদের ভিড়। ইদলিব, সিরিয়াচিকিৎসাসেবার অপেক্ষায় এক শিশু। আলেপ্পো, সিরিয়া ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। জান্ডারিস, সিরিয়াভূমিকম্পে ধসে পড়া একটি ভবন। মালত্য, তুরস্কভূমিকম্পে একটি আটতলা ভবন ধসে পড়েছে। সিরিয়াভূমিকম্পে আটতলা একটি ভবন ধসে পড়েছে। ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। হামা, সিরিয়াআহত এক ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। আজাজ, সিরিয়া হতাহত হওয়া ব্যক্তিদের উদ্ধার করা হচ্ছে। জান্ডারিস, সিরিয়া