কারামুক্তির পর জন্মভূমি অস্ট্রেলিয়ায় ফিরেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। আজ বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের তত্ত্বাবধানে থাকা নর্দান মারিয়ানা আইল্যান্ডস থেকে অস্ট্রেলিয়ায় ফেরেন তিনি। নর্দান মারিয়ানার আদালতে আজ যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষাসংক্রান্ত তথ্য ফাঁসে জড়িত থাকার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন অ্যাসাঞ্জ। এর মধ্য দিয়ে তাঁর দীর্ঘ কারাজীবনের সমাপ্তি ঘটে। ২০১০–১১ সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে লাখ লাখ মার্কিন গোপন সামরিক-কূটনৈতিক নথি ফাঁস করে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ। এর জেরে পাঁচ বছর ধরে তিনি যুক্তরাজ্যের কারাগারে বন্দী ছিলেন। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সমঝোতা অনুযায়ী যুক্তরাজ্যের কারাগার থেকে গত সোমবার মুক্তি পান অ্যাসাঞ্জ। এদিন অ্যাসাঞ্জকে নিয়ে যাওয়া হয় নর্দান মারিয়ানায়।