পুতিনের উত্তর কোরিয়া সফর

দুই যুগ পর উত্তর কোরিয়া সফর করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বুধবার পিয়ংইয়ংয়ে পৌঁছালে তাঁকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করেন পুতিন। একান্তে বৈঠকের পাশাপাশি প্রতিরক্ষাসহ বেশ কয়েটি চুক্তি সই করেন দুই রাষ্ট্রনেতা। পুতিনের এ সফরের টুকরো কিছু মুহূর্ত নিয়ে ছবির এই গল্প।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অপেক্ষায় গভীর রাতে পিয়ংইয়ংয়ের বিমানবন্দরের টারমাকে উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন
পুতিনকে বহনকারী উড়োজাহাজটি পিয়ংইয়ংয়ের বিমানবন্দরে অবতরণের পর দেওয়া হয় গার্ড অব অনার
গভীর রাতে পিয়ংইয়ংয়ের বিমানবন্দরে পৌঁছালে ভ্লাদিমির পুতিনকে বরণ করে নেন কিম জং–উন। দেওয়া হয় জমকালো লালগালিচা সংবর্ধনা
বিমানবন্দরে পুতিনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন এক তরুণী
পিয়ংইয়ংয়ে একটি কনসার্ট উপভোগ করছেন ভ্লাদিমির পুতিন ও কিম জং–উন
পিয়ংইয়ংয়ের কিম ইল–সুং স্কয়ারে পুতিনকে স্বাগত জানান কিম জং–উন
কিম ইল–সুং স্কয়ারে শিশুদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন পুতিন ও কিম জং–উন
পিয়ংইয়ংয়ের স্বাধীনতা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন পুতিন ও কিম জং–উন
পিয়ংইয়ংয়ের কুমসুসান রাষ্ট্রীয় বাসভবনে একান্ত বৈঠকে পুতিন ও কিম জং–উন
কুমসুসান রাষ্ট্রীয় বাসভবনে চুক্তি স্বাক্ষরের পর পুতিন ও কিমের করমর্দন
কিম ইল–সুং স্কয়ারে অনুষ্ঠান শেষে গাড়িবহর নিয়ে যাচ্ছেন পুতিন ও কিম
গাড়িটি কিম জং–উনকে উপহার দিয়েছেন ভ্লাদিমির পুতিন