সংঘাতের মধ্যে সুদান ছাড়ছেন বিদেশিরা

সুদানে ১৫ এপ্রিল যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের জাহাজ ও উড়োযোগে সরিয়ে নেওয়া হচ্ছে। সুদানের নাগরিকেরা প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাচ্ছেন। সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষে কয়েক শ মানুষ নিহত হয়েছেন।

ইন্দোনেশীয় নাগরিকদের উড়োজাহাজে করে সরিয়ে নেওয়ার কাজ করছেন সৈন্যরা
যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে কেনিয়ার নাইরোবিতে জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন ডেস্কে মানুষের ভিড়
সৌদি আরবের জেদ্দায় কিং ফয়সাল নৌঘাঁটিতে সুদান থেকে সরিয়ে নেওয়া মানুষের মধ্যে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানানো হচ্ছে
সুদান থেকে জেদ্দার কিং ফয়সাল নৌঘাঁটিতে পৌঁছানোর পর মানুষ সৌদির জাতীয় পতাকা উত্তোলন করছেন
সৌদি আরবের জেদ্দার কিং ফয়সাল নৌঘাঁটিতে পৌঁছানোর পর সুদান থেকে সরিয়ে নেওয়া একজন প্রতিবন্ধী ব্যক্তিকে সহায়তা করছেন সেনারা
সুদান থেকে আসা ৫০টির বেশি দেশের ১ হাজার ৬৮৭ বেসামরিক নাগরিককে নিয়ে জাহাজ সৌদি আরবের জেদ্দার কিং ফয়সাল নৌঘাঁটিতে এসে পৌঁছায়
সুদান থেকে সরিয়ে নেওয়া তিউনিসিয়ার নাগরিকেরা তিউনিস-কার্থেজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর একটি সামরিক বিমান থেকে বেরিয়ে আসছেন
সুদান থেকে সরিয়ে আনা ব্রিটিশ নাগরিকেরা সাইপ্রাসের আরএএফ আকরোতিরিতে আরএএফ বিমান থেকে বেরিয়ে আসছেন
সুদানের খার্তুম ত্যাগ করতে একটি আরএএফ বিমানে চড়ছেন ব্রিটিশ নাগরিকেরা
সুদানের খার্তুমে উড্ডয়নের আগে আরএএফ বিমানের ভেতরে বসে আছেন ব্রিটিশ নাগরিকেরা