ইমরানের মুক্তির দাবিতে সমাবেশ

সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের ‘অবিলম্বে কারামুক্তির’ দাবিতে গতকাল রোববার ইসলামাবাদের উপকণ্ঠে বিক্ষোভ সমাবেশ করে তাঁর দল পিটিআই। সারা দেশ থেকে দলের নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন। সমাবেশের শেষের দিকে পুলিশের সঙ্গে পিটিআইয়ের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পুলিশ।

দলীয় পতাকা হাতে সমাবেশে যোগ দেন পিটিআইয়ের হাজারো কর্মী-সমর্থক
বিকেল পেরিয়ে সন্ধ্যা, ইসলামাবাদের উপকণ্ঠে তখনও চলছিল পিটিআইয়ের সমাবেশ
সমাবেশে যোগ দিতে গাড়ি বহর নিয়ে ইসলামাবাদের পথে পিটিআইয়ের কর্মী-সমর্থকেরা
সমাবেশস্থলে ছিল ইমরান খান ও পিটিআইয়ের নেতাদের বড় ছবি ও প্ল্যাকার্ড
মিছিল করে সমাবেশে যোগ দেন পিটিআইয়ের নারী কর্মীরাও
পতাকা হাতে ও বুকে ইমরান খানের ছবি ঝুলিয়ে সমাবেশে আসেন পিটিআইয়ের কর্মী-সমর্থকেরা
ইমরান খানের কারামুক্তির দাবিতে পোস্টার হাতে সমাবেশস্থলে পিটিআইয়ের এক কর্মী