পাকিস্তানে হিংলাজ–যাত্রা

পাকিস্তানে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হিংলাজ–যাত্রা। দেশটির বেলুচিস্তান প্রদেশের হিংগোল ন্যাশনাল পার্কে গত শুক্রবার শুরু হয় এই উৎসব। শেষ হয়েছে গতকাল রোববার। এ–যাত্রায় অংশ নিয়ে হিন্দু তীর্থযাত্রীরা হিংলাজ মাতা মন্দির পরিদর্শনে যান। এবার যাত্রায় অংশ নিয়েছেন লক্ষাধিক নারী–পুরুষ।

বেলুচিস্তানের লাসবেলা জেলায় প্রাচীন একটি গুহায় অবস্থিত হিংলাজ মাতা মন্দিরে প্রার্থনা করছেন ভক্তরা
 ছবি: এপি
হিংলাজ–যাত্রার অংশ হিসেবে বাস থেকে নেমে একটি আগ্নেয়গিরির দিকে হাঁটছেন তীর্থযাত্রীরা
সিঁড়ি বেয়ে মন্দিরে ওঠা
আগ্নেয়গিরির দিকে যাত্রা
সিঁড়ি বেয়ে আগ্নেয়গিরির ওপরে উঠছেন নারী–পুরুষ
হিংলাজ মাতার মন্দিরে পৌঁছেছেন তীর্থযাত্রীরা
মন্দিরে পৌঁছানোর পর বিশ্রাম
মন্দিরে পূজা দিচ্ছেন নারীরা
আগ্নেয়গিরির চূড়ায় পৌঁছেছেন অনেক তীর্থযাত্রী